যমুনায় ধরা পড়লো ২০ কেজি ওজনের গাঙ্গেয় শুশুক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩

যমুনা নদীর সিরাজগঞ্জের চৌহালী অংশে জেলেদের জালে একটি গাঙ্গেয় শুশুক ধরা পড়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলেরা শুশুকটি উপজেলার উমারপুর ইউনিয়নের ঘাট এলাকায় বিক্রির জন্য নিয়ে আসেন।

স্থানীয় সূত্র জানায়, শুশুকটির ওজন ২০ কেজি। ঘাটে নিয়ে এলে এক মাছ ব্যবসায়ী তিন হাজার টাকায় কিনে কেজি দরে বিক্রি করেন।

পরিবেশ বাদী সংগঠন 'দি বার্ড সেফটি হাউজ' এর চেয়ারম্যান মামুন বিশ্বাস জাগো নিউজকে বলেন, মানুষের অজ্ঞতায় নির্বিচারে অসংখ্য উপকারী প্রাণী ধ্বংস হচ্ছে। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এগুলো প্রতিরোধ করতে হবে।

যমুনায় ধরা পড়লো ২০ কেজি ওজনের গাঙ্গেয় শুশুক

আরও পড়ুন: ডলফিন সংরক্ষণে সফলতার সঙ্গে কাজ করছে সরকার

জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান বলেন, শুশুক অত্যন্ত উপকারী প্রাণী। এদের মূলত জলজ পরিবেশের প্রহরী বলা হয়। গাঙ্গেয় শুশুক বেশি দেখা যায় দুটি নদীর মিলনস্থল, নদীর বাঁক ও গভীর অংশে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, এক মাত্র সচেতনতায় পারে প্রাণি বৈচিত্র্যকে রক্ষা করতে। তবে নির্বিচারে এ উপজেলায় প্রাণীহত্যা বন্ধে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হবে।

এম এ মালেক/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।