ঝিনাইদহে ৯২ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩
সোনার বারসহ বিজিবির হাতে আটক মফিজুর রহমান

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১০টি সোনার বারসহ মফিজুর রহমান (২৮) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সীমান্তের রাজাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মফিজুর যশোরের শার্শা থানার গেড়িপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিকেলে সংবাদ সম্মেলনে ঝিনাইদহ বিজিবি-৫৮ এর পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর বাজার এলাকায় অবস্থান নেয় বিজিবি। মোটরসাইকেলযোগে রাজাপুর বাজার থেকে বের হলে মফিজুর রহমানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১০টি সোনার বার জব্দ করা হয়। ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের সোনার আনুমানিক মূল্য ৯২ লাখ ৫০ হাজার টাকা। আটকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।