আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, কবজি কর্তনের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:৩০ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইব্রাহিম মিয়া (৪০) নামের একজনের হাতের কবজি কেটে ফেলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এসময় সবুজ মিয়া (৩০) নামেও আরও একজন আহত হয়েছেন ।

আরও পড়ুন: নৌকার কর্মীর কব্জি কেটে নিলো প্রতিপক্ষরা

পুলিশ ও স্থানীয়রা জানান, বীরগাঁও এলাকার আবদুল হক গ্রুপের সঙ্গে রাজীব সরকারের বিরোধ চলে আসছিল। দীর্ঘদিনের চলমান বিবাদের জেরে বৃহস্পতিবার বিকেলে মাদার বাড়ির আবদুল হকের লোকজন রাজীব সরকারের সহযোগীদের ওপর হামলা চালায়। এতে একজনের কবজি বিচ্ছিন্নসহ দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিলক্ষা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আক্তারুজ্জামান বলেন, দুই গ্রুপের সংঘর্ষে দুজন আহতদের খবর পেয়েছি।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুস সালাম বলেন, এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সঞ্জিত সাহা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।