সুনামগঞ্জে স্কুলছাত্রীদের উত্ত্যক্তে ৪ বখাটের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

সুনামগঞ্জের জামালগঞ্জে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় চার বখাটেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নয়াহালট গ্রামের নুর মোহাম্মদের ছেলে জামাদুল ইসলাম (১৮), একই গ্রামের আলী মর্তুজার ছেলে শামীম মিয়া (১৮), সাজিদুল হকের ছেলে আবু বক্কর (১৮) ও বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিয়ারখলা গ্রামের এমদাদুল হকের ছেলে রিয়াজ হোসেন (১৯)।

আরও পড়ুন: ছাত্রী উত্ত্যক্তের দায়ে দুই বখাটের কারাদণ্ড

আদালত সূত্র জানায়, দুপুরে উপজেলার নবী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় এলাকাবাসী তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে বিচারক তনুকা ভৌমিক প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, চার বখাটেকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার সকালে তাদের কারাগারে পাঠানো হবে।

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।