স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ

পদ্মায় ভাসছিল আরও দুজনের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের তিনদিন পর আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসকর্মীরা। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- ফরিদপুর সদর উপজেলার কাফুরা গ্রামের জয় গোপাল গোস্বামীর ছেলে বলরাম গোস্বামী ও সদরপুর উপজেলার শমসের মাতুব্বরের ডাঙ্গে গ্রামের সুরমান শেখের ছেলে খোকন শেখ।

এর আগে মঙ্গলবার ডুবুরিরা দুজনের মরদেহ উদ্ধার করে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও একজন নিখোঁজ।

পদ্মায় ভাসছিল আরও দুজনের মরদেহ

আরও পড়ুন: পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষ: দুদিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা কবির ত্রপা জাগো নিউজকে বলেন, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফরিদপুর ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল মরদেহ উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত উদ্ধার পাঁচজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে দুটি স্পিডবোর্টের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর গ্রামের সিরিস হালদারের ছেলে। সুকুমার হালদার নামের এক যাত্রী নিহত হন। মঙ্গলবার দিনব্যাপী অভিযানে ফরিদপুরের হাট গোবিন্দপুর এলাকার দাউদ মৃধা ও চরভদ্রাসনের চর অযোধ্যা গ্রামের শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।