ইউপি সদস্য হত্যা

কিশোরগঞ্জে তিনজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ওরফে রতন হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ফোরকান ভূঁইয়া, শাহেদ ভূঁইয়া ও এ্যাংগু ভূঁইয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোস্তফা ভূঁইয়াকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: কাশিমপুর কারাগারে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড কার্যকর

এছাড়া রায় ঘোষণার আগে এক অভিযুক্ত মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ২৯ আগস্ট রাতে কটিয়াদী উপজেলার করগাঁও ভাট্টাবাজার থেকে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামকে রাস্তায় কুপিয়ে গুরুতর জখম করেন আসামিরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৫ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আনার ভূঁইয়া বাদী হয়ে কটিয়াদী থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবু সাইদ ইমাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

তিনি বলেন, রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। রায় ঘোষণার আগে মৃত্যুবরণ করায় মামলার আসামি জমশেদ ভূঁইয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া বয়স কম হওয়ায় আরেক আসামিকে শিশু সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।