ইছামতির বাঁধে ফাটল, ভাঙন আতঙ্ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

অডিও শুনুন

সাতক্ষীরার দেবহাটায় ইছামতি নদীর বেড়িবাঁধের ১৫০ মিটার এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বাঁধের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফাটলের পরিমাণ ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফাটল দেখা দেয়। এতে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে।

এদিকে খবর পেয়ে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন।

ইছামতি নদী পাড়ের বাসিন্দা ফেরদৌসী বেগম বলেন, পাশের সুশীলগাতি, কোমরপুর ও নাংলা সীমান্তে ইছামতি নদীর বেড়িবাঁধ ভেঙে আশপাশের এলাকা প্লাবিত হয়। প্রতিবার বেড়িবাঁধ ভাঙলে কয়েক মাস আমাদের বাড়িঘরে পানি প্রবেশ করে। এভাবে যদি বারবার বেড়িবাঁধ ভাঙে তাহলে বসতবাড়ি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে।

-satjhira-(2).jpg

স্থানীয় বাসিন্দা খাইরুল আলম বলেন, বাঁধ ভাঙার আগে কার্যকর পদক্ষেপ নিলে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু পাউবো কর্তৃপক্ষ বাঁধ ভেঙে গেলে ভাঙন কবলিত এলাকায় কাজ শুরু করেন।

আর পড়ুন: ভবনের স্ল্যাবে ফাটল ধরলে যা করবেন

দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল বলেন, ইতোমধ্যে বেড়িবাঁধের বেশিরভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধ ভাঙার ভয়ে আতঙ্কিত এলাকাবাসী অন্যত্র অবস্থানের প্রস্তুতি নিচ্ছে।

দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান জাগো নিউজকে বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ও কংক্রিটের ব্লক এবং ডাম্পিংয়ের জন্য জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সেকশন অফিসার (এসও) সাইদুর রহমান জাগো নিউজকে বলেন, ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছি। ভাঙনের মাত্রা তীব্র হওয়ায় কংক্রিটের ব্লক এবং বালুভর্তি জিও ব্যাগ দিয়ে তা রোধ করা কষ্টসাধ্য।

আহসানুর রহমান রাজীব/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।