সিলেট

‘চায়না আদা’ বাজার আউট, দাম বেড়েছে দেশির

ছামির মাহমুদ
ছামির মাহমুদ ছামির মাহমুদ সিলেট
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

সিলেটে নিত্যপণ্যের বাজারদর যেন লাগামছাড়া। রসুন, আদা, ডিম ও মুরগির দাম বৃদ্ধিতে অস্থিতিশীল বাজার। এর মধ্যে চায়নার আদা গত তিনদিন ধরে দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না।

সরেজমিন জানা গেছে, দেশি আদার দাম কেজিতে বেড়েছে ২০-২৫ টাকা। আগে ৯০-১০০ টাকা দরে বিক্রি হলেও এখন হচ্ছে ১২০ টাকা কেজি। আর প্রতিকেজি রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ১৮০ টাকায়। সে হিসেবে প্রতিকেজিতে রসুনের দাম বেড়েছে ২০ টাকা। মসুর ডাল (ছোট) কেজিতে ১০ টাকা বেড়েছে। তবে বড় মসুর ডাল ও পেঁয়াজের দাম কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে। মাছ, মাংস ও ডিমের দাম ঊধ্বমুখী।

jagonews24

প্রতি হালি ডিম (লাল) বিক্রি হচ্ছে ৪৬ টাকা দরে। অন্যদিকে ব্রয়লার ও গরুর মাংসের দাম কেজিতে ২০-২৫ টাকা পর্যন্ত বেড়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) নগরের রিকাবীবাজার, বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার, মদিনা মার্কেট এবং মেডিকেল রোডসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দোকানগুলোতে শাকসবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম তুলনামূলক বেশি। খুচরা বাজারে প্রতিকেজি আলু ২৫ টাকা, কাঁচামরিচ ১২০-১৩০ টাকা, ধনিয়া পাতা ১২০ টাকা, টমেটো ৩০ টাকা, শিম ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা, করলা ৪০ টাকা, বাঁধাকপি ২০ টাকা, ফুলকপি পিস ৩০ টাকা, গাজর ৪০-৫০ টাকা কেজি, বরবটি ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৫০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা ও পেঁপে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

jagonews24

লাউ পিস (মাঝারি আকারের) ৫০ টাকা, প্রতি হালি কাঁচকলা ৪০ টাকা, প্রতি আঁটি লাল ও পালং শাক ১০-১৫ টাকা করে বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে দাম বেড়েছে ৫-১০ টাকা।

মদিনা মার্কেট এলাকায় সবজি ও নিত্যপণ্য কিনতে আসা নগরের বাগবাড়ী এলাকার গাড়িচালক আবিদ মিয়া জাগো নিউজকে বলেন, বাজার মৌসুমি শাকসবজিতে ভরপুর, তারপরও দাম বেশি। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আরও বেড়েছে। সীমিত আয় দিয়ে বাজেট অনুযায়ী বাজার করা এখন অসম্ভব। বাজার নিয়ন্ত্রণে সরকারের কড়া নজরদারি দরকার।

jagonews24

নগরের মেডিকেল রোডের সবজি বিক্রেতা রহম আলী বলেন, আড়তে অনেক সবজি পাওয়া যাচ্ছে না। যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো পরিমাণে কম। দামও অনেক বেশি।

তিনি বলেন, এবছর সবজির উৎপাদন কম ছিল। ফলে অন্যান্য বছরের মতো এবার শীতের সবজি আসেনি। যে কারণে এবার দামও তুলনামূলক একটু বেশি ছিল। সময় যত যাবে দাম আরও বাড়বে।

লিবার্টি ডিপার্টমেন্টার স্টোরের মালিক আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, তিনদিন ধরে চায়না আদা পাইকারি বাজারে পাওয়া যাচ্ছে না। এ কারণে দেশি আদার দাম বেড়েছে।

 

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।