ছুরিকাঘাতে বাবাকে হত্যার পর থানায় হাজির ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
নিহত ফজলে আলমের মরদেহ মর্গে নেওয়া হচ্ছে ও ইনসেটে ঘাতক ছেলে গোলাম আজম

ঠাকুরগাঁও পৌরসভায় ছুরিকাঘাতে বাবাকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ছেলে। রোববার (৫ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে ঘটনাটি ঘটে।

নিহত ফজলে আলম (৫৮) পৌর শহরের একুশে মোড় শান্তিনগর এলাকার বাসিন্দা এবং তিনি একটি স-মিলের মালিক। ঘাতক ছেলে গোলাম আজম (২৯) একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। মাসখানেক আগে তিনি চাকরি ছেড়ে বাড়িতে যান।

প্রতিবেশীরা জানান, গোলাম আজম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই বাগবিতণ্ড হতো। এরই ধারাবাহিকতায় ঘরে থাকা দেশীয় অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছেন বলে ধারণা তাদের।

পুলিশ জানায়, গোলাম আজম রাতে থানায় গিয়ে জানান, তিনি বাবাকে কুপিয়ে হত্যা করেছেন। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে গোলাম আজমকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরিবারের লোকজন দূরে থাকায় হত্যার ঘটনাটি কেউ জানতে পারেননি বলে পুলিশকে জানান অভিযুক্ত।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোলাম আজম নিজেই তার বাবাকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। এ বিষয়ে তার মা রমিশা বানু বাদী হয়ে একটি মামলা করেছেন। তদন্ত শেষে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তানভীর হাসান তানু/এসজে/এমআআর /জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।