সাইড দিতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র হাফিজুল ইসলাম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাইড দিতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় হাফিজুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হাফিজুল উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের জসীম উদ্দীনের ছেলে। তিনি বড়খাতা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি মোটরসাইকেলে মালামাল ডেলিভারির চাকরি করতেন।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে হাতীবান্ধা থেকে দইখাওয়া এলাকায় যাচ্ছিলেন হাফিজুল। পথে নওদাবাস এলাকায় সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে মাইক্রোবাসের। এতে ছিটকে পড়েন হাফিজুল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

পারুলিয়া তফসিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘হাফিজুল অনেক ভালো ছাত্র ছিল। তার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জাগো নিউজকে তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ আনার প্রক্রিয়া চলছে।

রবিউল হাসান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।