কনস্টেবল নিয়োগ পরীক্ষার ভুয়া প্রবেশপত্র তৈরি, বাবা-ছেলেসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র জালিয়াতি করতে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন আটক হয়েছেন। পরীক্ষার প্রথমদিন রোববার (৫ জানুয়ারি) জেলা পুলিশ লাইন্স এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার কান্দাপাড়া এলাকার মৃত হযরত আলী মণ্ডলের ছেলে আব্দুস সাত্তার মণ্ডল (৫৫), তার ছেলে আতাউর রহমান (২৪) ও মৃত জহুরুল ইসলামের ছেলে গোলাম রাব্বী (২৯)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, আটকরা প্রবেশপত্রের উপরে সিল স্ক্যানারের মাধ্যমে দিয়ে ৫০০ টাকার বিনিময়ে নিয়োগ প্রত্যাশীদের কাছে সরবরাহ করছিলেন। পরে পুলিশ লাইন্সে কনস্টেবল নিয়োগের কাগজপত্র বাছাই করার সময় বিষয়টি নজরে আসে। এরপর পুলিশ লাইন্স এলাকার মণ্ডল টেলিকমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


এম এ মালেক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।