৯৯৯-এ ফোনে কাপ্তাই লেকে আটকেপড়া ১৭৫ শিক্ষক-শিক্ষার্থী উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৩ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

রাঙ্গামাটিতে ঘুরতে গিয়ে কাপ্তাই লেকের ডুবচরে আটকেপড়া চট্টগ্রাম কলেজের ১৭৫ শিক্ষক-শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তারা সবাই চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

আরও পড়ুন>> ৯৯৯ নম্বরে ফোনকলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে শিক্ষার্থীদের টিমটি রাঙ্গামাটির কাপ্তাই লেকে লঞ্চ যোগে ঘুরতে বের হয়। দুপুরে তারা পেটা টিং টিং রেস্টুরেন্টে খাবার খেয়ে সুবলং ঝর্ণার উদ্দেশে বের হয়। প্রতিমধ্যে লঞ্চটি ডুবচরে আটকে যায়। লঞ্চ চালকরা দীর্ঘচেষ্টার পরও চর থেকে বের করতে পারেনি। এরপর শিক্ষার্থীরা ৯৯৯-এ কল দেন। তখন রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদের প্রত্যেক্ষ তত্ত্বাবধানে কোতোয়ালি থানা পুলিশ ও নৌ পুলিশের টিম অন্য আরও একটি লঞ্চ নিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে জেলা শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঘাটে নিয়ে আসে।

চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবু তাহের ভূঁইয়া জানান, তারা দুপুরের খাবার খেয়ে লেকে ঘুরতে বের হলে লঞ্চটি চরে আটকে যায়। দীর্ঘ চেষ্টার পরও লঞ্চটি চর থেকে বের করতে না পারলে তারা চিন্তিত হয়ে যান। তখন এক শিক্ষার্থী ৯৯৯ এ ফোন করে। তার কিছুক্ষণের মধ্যে কোতোয়ালি থানা থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং লোকেশন জেনে তাদের উদ্ধার করা হয়। তারা সবাই সুস্থ আছি।

আরও পড়ুন>> ঘরে আটকে রেখে স্ত্রীকে নির্যাতন, উদ্ধার করলো পুলিশ

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, চট্টগ্রাম সরকারি কলেজের ১৭৫ শিক্ষক ও শিক্ষার্থী কাপ্তাই হ্রদে আটকে পড়ার খবর ৯৯৯ থেকে জানান পরপরই তাদের উদ্ধারে কোতোয়ালি থানা ও নৌ পুলিশ যৌথভাবে ছুটে যায়। এরপর সবাইকে সুস্থভাবে উদ্ধার করে গাড়িতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন>> বাবার সঙ্গে অভিমানে তরুণের আত্মহত্যা চেষ্টা, ৯৯৯-এ ফোনে উদ্ধার

সাইফুল উদ্দীন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।