সাংবাদিক শিমুল হত্যা: দ্রুত বিচার চান সহকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

সাংবাদিক শিমুল হত্যার ছয় বছর আজ। সিরাজগঞ্জের শাহজাদপুরে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি মেয়র হালিমুল হক মিরুর বাড়ির সামনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘষের্র ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকালের সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় দেশব্যাপী তীব্র ক্ষোভে ফুসে ওঠে সাংবাদিক সমাজ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ হত্যাকাণ্ডের ছয় বছর উপলক্ষে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে শিমুল হত্যার বিচারের দাবিতে সমাবেশ করেন সাংবাদিকরা।

শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস। তিনি সব প্রতিবন্ধকতা দূর করে অবিলম্বে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি জানান।

এ সময় শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি এমএ জাফর লিটন, বিআরডিবি চেয়ারম্যান ভিপি লুৎফর রহমান, সাংবাদিক শফিউল হাসান চৌধুরী লাইফ, আতিকুল ইসলাম, কল্যাণ ভৌমিক, শিমুলের স্ত্রী নুরুন নাহার, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক, মেয়ে তামান্না-ই-ফাতেমা ও সমকালের স্থানীয় প্রতিনিধি কোরবান আলী লাবলু উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।