গ্রামীণ মেলায় যাওয়ার পথে প্রাণ গেলো স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

নওগাঁয় গ্রামীণ মেলা দেখতে যাওয়ার পথে ইজিবাইক উল্টে বিজয় সরকার (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা ও বোন আহত হয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইক উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র নওগাঁ পৌরসভার পুরাতন রেজেস্ট্রি অফিস পাড়ার সুশীল সরকারের ছেলে এবং নওগাঁ সরকারি জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বিজয় তার মায়ের সঙ্গে ইজিবাইকে করে মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় ঐতিহ্যবাহী হিন্দুবাঘা গ্রামীণ মেলা দেখতে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাট চকগৌরী এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইক উল্টে বিজয়, তার মা বর্ষা রাণী ও ছোট বোন শ্রদ্ধা সরকার আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক বিজয়কে মৃত বলে ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্বাস আলী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।