প্রধানমন্ত্রীর সফর ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:১২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে নারায়ণগঞ্জজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় প্রধানকে বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেইসঙ্গে প্রশাসনিক পর্যায়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা।

জানা গেছে, নারায়ণগঞ্জে রূপগঞ্জে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মেট্রোরেলের ডিপো ও লাইন নির্মাণ কাজের উদ্বোধন করবেন। ওইদিন বেলা ১১টায় রূপগঞ্জের পূর্বাচল সেক্টর ৪-এ প্রধানমন্ত্রী উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ

উদ্বোধন শেষে সুধী সমাবেশে ভাষণ দেবেন সরকারপ্রধান। আর এই সমাবেশে এক লাখের বেশি লোক সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে রূপগঞ্জের পূর্বাচলে সেক্টর-৪ এ বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। সেইসঙ্গে তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া জাগো নিউজকে বলেন, আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। আমরা আশা করছি, প্রায় দেড় লাখেরও বেশি লোক এখানে উপস্থিত হবেন। আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জাগো নিউজকে বলেন, আমরা প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। তার আগমনে আমরা নারায়ণগঞ্জবাসী গর্ববোধ করছি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জাগো নিউজকে বলেন, আমাদের শতভাগ প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এসএসএফের সঙ্গে সমন্বয় করছি। যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা সব প্রস্তুতি শেষ করেছি। পুরো এলাকাকে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।