রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতার বিচার দাবিতে ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:১৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল মাস্টার ও তার ছেলের বিচার দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের মুছিদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সনদ দিয়ে টাকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, এলাকাবাসী ও নির্যাতিত অসহায় কৃষক মাজেদের পরিবারের সদস্যরা অংশ নেন।

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতার বিচার দাবিতে ঝাড়ু মিছিল

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাট্টা ইউপির ৭ নম্বর সদস্য ফিরোজ খান, ইউপি আওয়ামী লীগ প্রচার সম্পাদক রবিউল ইসলাম, নির্যাতিত মাজেদের চাচা আকাম উদ্দিন মণ্ডল, স্থানীয় হানিফ আলী খান, হামিদা বেগম, রেহানা বেগম প্রমুখ।

আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে যুবলীগের মোটরসাইকেল মহড়া

বক্তারা বলেন, পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল মাস্টার এলাকায় বেশ প্রভাবশালী। তিনি ও তার ছেলেরা এলাকার অসহায় মানুষের ওপর নির্যাতন করেন। কোনো সালিশ বিচার মানেন না। রবিউল তার জন্মলগ্ন থেকে বিএনপি করলেও এখন আওয়ামী লীগ করেন। ১ জানুয়ারি সন্ধ্যায় মুছিদহ গ্রামের কৃষক মো. মাজেদ মণ্ডলকে মারধর করে পা ও মুখের চোয়াল ভেঙ্গে দিয়েছেন। ভয়ে মামলা করতে পারছেন না পরিবারটি। এখন বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। ভুক্তভোগী মাজেদের চিকিৎসার খরচ দেওয়ার কথা থাকলেও কোনো তোয়াক্কা করছেন না। অর্থাভাবে বিনা চিকিৎসার বাড়িতে পরে আছেন কৃষক মাজেদ।

রুবেলুর রহমান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।