ঘন কুয়াশায় বিঘ্নিত মোংলা বন্দরের কার্যক্রম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১০:১০ এএম, ৩০ জানুয়ারি ২০২৩

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে মোংলা বন্দর, পৌর শহরসহ আশপাশের উপকূলীয় এলাকা। কুয়াশায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। মহাসড়কে যান চলছে হেডলাইট জ্বালিয়ে।

আর নদীতে কূলকিনারা দেখা না যাওয়ায় খেয়া পারাপার চরমভাবে বিঘ্নিত হচ্ছে। মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের খালাস করা পণ্য পরিবহণের কাজ। একই সঙ্গে বন্ধ রয়েছে ফেরি চলাচল। ফলে নদীর দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি পড়েছে।

ঘন কুয়াশায় বিঘ্নিত মোংলা বন্দরের কার্যক্রম

আরও পড়ুন: মোংলায় বিদেশি জাহাজকে ধাক্কা দিয়ে ডুবে গেলো সারবোঝাই কার্গো

ঘন কুয়াশায় বিঘ্নিত মোংলা বন্দরের কার্যক্রম

প্রাইভেটকারচালক মোকলেছ ও ট্রাকচালক শাহিন বলেন, কুয়াশার কারণে রাত থেকে মোংলা নদীতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমরা ঘাটে পারাপারের অপেক্ষায় দীর্ঘ সারিতে বসে আছি।

ঘন কুয়াশায় বিঘ্নিত মোংলা বন্দরের কার্যক্রম

খেয়া মাঝি খলিল বলেন, কুয়াশায় নদীতে কিছু দেখা যাচ্ছে না, ট্রলার চালাতে হচ্ছে অনুমান করে, ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম মিন্টু বলেন, কুয়াশার কারণে পণ্যবাহী কার্গো কোস্টার চলাচল বিঘ্নিত হচ্ছে। রাতে বন্ধ থাকছে আর দিনে সূর্যের আলো বাড়লে চলাচল করতে হচ্ছে। তাতেও ঝুঁকি রয়েছে।

মোংলার ফেরির মাস্টার মো. সোহরাব হোসেন বলেন, কুয়াশার কারণে রাত থেকে সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। আর এখন ভাটা জোয়ার হলে চলবে।

আবু হোসাইন সুমন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।