শুধু সেলফি তুলেন না, একতারা মার্কায় ভোটটা দিয়েন: হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপ-নির্বাচনে বেশ জোরেশোরেই প্রচারণায় নেমেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। একতারা প্রতীকের নির্বাচনী প্রচারণায় ভোটের মাঠে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সমর্থকদের নিয়ে ট্রাকযোগে নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই, ত্রিমোহনী বাজার, পৌর শহরসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান হিরো আলম। ট্রাকের ওপর একতারা হাতে দাঁড়িয়ে ভোট চান। ট্রাকে টানানো মাইকে বাজছিল নির্বাচনী গান।

সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাক থেকেই হাত নেড়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন হিরো আলম। কখনো দোকানে দোকানে গিয়ে ভোট চাচ্ছেন। এসময় নানা শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে ছবি ও সেলফি তুলতে ভিড় করছেন।

আরও পড়ুন: সুযোগ পেলে মন্ত্রীও হবো: হিরো আলম

একতারা প্রতীকের পক্ষে স্লোগান দিচ্ছেন ভক্তরাও। এসময় হিরো আলমকে ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘শুধু সেলফি তুলেন না, একতারা মার্কায় ভোটটা দিয়েন’।

jagonews24

উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পাওয়ার পর থেকেই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আলোচিত হিরো আলম।

হিরো আলম জাগো নিউজকে বলেন, প্রচারণার মাঠে নামার পর থেকেই ভক্তদের সামাল দিতে হিমশিম অবস্থা। যেখানেই যাচ্ছি হাজার হাজার মানুষ একনজর দেখার জন্য ভিড় করছেন, সেলফি তুলছেন। এতে ভোটের প্রচারণা চালাতে বেশি সময় লাগছে। তবে নির্বাচনে জয়ী করার জন্য সবাইকে ‘একতারা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর।

আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।