ময়মনসিংহে ছাত্রলীগ-যুবলীগে ‘গোলাগুলি’, যানবাহন ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩
গুলিবিদ্ধ দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

ময়মনসিংহে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে ‘গোলাগুলি’র ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন। একই সঙ্গে একটি বাস ও প্রাইভেটকার ভাঙচুর করা হয়।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বাউন্ডারি রোড এলাকায় ঘটে এই ঘটনা।

গুলিবিদ্ধরা হলেন, মহানগরীর নতুন বাজার এলাকার রাজ্জাক মিয়ার ছেলে শাকিল (২৫) ও নওমহল এলাকার জাহিদ হাসানের ছেলে রিমন।

আরও পড়ুন: টি-শার্ট দেখে দেখে বিএনপির নেতাকর্মীদের পেটালো ছাত্রলীগ-যুবলীগ

স্থানীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান গ্রুপ এবং মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওসেল আহম্মেদ অনি গ্রুপের মাঝে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

তবে গোলাগুলির ঘটনা অস্বীকার করেছে দুপক্ষই। এ বিষয় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওসেল আহম্মেদ অনি জাগো নিউজকে বলেন, আমার সঙ্গে বা মহানগর ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে জানা নেই।

আরও পড়ুন: যুবলীগ নেতার সঙ্গে ছাত্রলীগ নেতার হাতাহাতি!

মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান জাগো নিউজকে বলেন, যুবলীগ নেতা জয়ের সঙ্গে শনিবার জমি নিয়ে দরবার হওয়ার কথা ছিল। এসব বিষয় নিয়ে কথা হচ্ছিল। এসময় ছাত্রলীগের অনি ৫০-৬০ জনকে নিয়ে এসে জয়ের ওপর হামলা করেন। পরে জয় ও আমাদের ১০০-১৫০ জন নেতাকর্মী তাদের ধাওয়া করে। এসময় পাথর মারার ঘটনা ঘটে। তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মঞ্জুরুল ইমলাম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।