শিক্ষার্থীদের ‘ভালো মানুষ’ হতে বললেন শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তোমরা ভালো মানুষ হও। ভালো মানুষ হয়ে দেশের জন্য একটা হলেও ভালো কাজ করো।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘আমার বাবা আমাকে দুটো জিনসের প্যান্ট, দুটো শার্ট ও একটি জামা দিয়েছিলেন কলেজে যাওয়ার জন্য। তিনি বলেছিলেন, তোমার ক্লাসের সবচেয়ে নিরীহ ছেলেটিও যেন তোমার সঙ্গে মিশতে পারে, তোমাকে সেভাবে চলতে হবে।’
তিনি বলেন, ‘যাদের মা-বাবা আছে, চেষ্টা করো ছোট ছোট জিনিস দিয়ে বাবা-মাকে খুশি রাখতে। এটাই হবে তোমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার বাবা-মা নেই। এই অনুভূতি কত কষ্টের, এটা যাদের বাবা-মা নেই তারাই বুঝবে। এ এলাকায় যেন কোনো ইভটিজিং না হয়, কেউ যেন মাদক বিক্রি করতে না পারে তোমাদের সেজন্য একতাবদ্ধ থাকতে হবে।’
ছাত্রজীবনের স্মৃতিচারণ করে এমপি শামীম ওসমান বলেন, ‘আমি তখন তোলারাম কলেজের ভিপি। আব্বা জেলে, বড় ভাই কাদেরিয়া বাহিনীতে। আমার পরীক্ষার ফরম ফিলাপের পয়সা ছিল না। ৯০০ টাকার জন্য ফরম ফিলাপ করতে পারছিলাম না। তখন আমার স্যার, তোলারাম কলেজের ভাইস প্রিন্সিপাল জীবন কানাই চক্রবর্তী আমার ফরম ফিলাপ করে দিয়েছিলেন। যার কথা আমি আজও শ্রদ্ধাভরে স্মরণ করি।’
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াসিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক আবুল।
রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম