দেড় মাসেও মালিকের খোঁজ নেই, নিলামে বিক্রি হলো গরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩

সিরাজগঞ্জে দেড় মাসেও একটি গরুর মালিকের সন্ধান পাওয়া যায়নি। অগত্যা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় উন্মুক্ত নিলামে গরুটি বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থ স্থানীয় তিনটি মসজিদ ও গরুটির সন্ধান পাওয়া ব্যক্তিকে দেওয়া হয়।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে এমনই ঘটনা ঘটেছে জেলার কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি গ্রামে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ওই গ্রামের দেলবার হোসেন তার বাড়ির পাশের বীজতলায় একটি হালকা লাল বর্ণের বকনা গরু দেখতে পান। পরে স্থানীয় ওসমান, আব্দুল মান্নান ও আব্দুল খালেকের উপস্থিতিতে গরুটি তার বাড়িতে নিয়ে রাখেন। এরপর গরুর মালিকের সন্ধান চেয়ে টানা কয়েকদিন মাইকিং করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার রাতে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের উপস্থিতিতে নিলামে গরুটি বিক্রি করা হয়। পরে ওই অর্থ এলাকার তিনটি মসজিদ ও দেলবারকে দেওয়া হয়।

দেলবার হোসেন জাগো নিউজকে বলেন, ‘গরুটি আমার বাড়িতে রাখাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। বিভিন্ন লোকজন এসে ভয়ভীতি দেখাতো। পরে বিষয়টি চেয়ারম্যানকে জানালে নিলামে বিক্রি করে সমস্যার সমাধান করে দেন।’

এ বিষয়ে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল জাগো নিউজকে বলেন, অনেক চেষ্টার পরও গরুর মালিকের সন্ধান পাওয়া যায়নি। পরে নিলামে ৪৪ হাজার ৫০০ টাকায় গরুটি বিক্রি করা হয়। এর মধ্যে ৩০ হাজার টাকা স্থানীয় তিনটি মসজিদে দান করে বাকি ১৪ হাজার ৫০০ টাকা দেলবারকে দেওয়া হয়।

 

এম এ মালেক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।