সিরাজগঞ্জে অস্ত্র মামলায় দুজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩

সিরাজগঞ্জে ২৯ আগ্নেয়াস্ত্র উদ্ধারের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশেষ আদালত-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনা সদর উপজেলার খয়ের বাগান গ্রামের আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান ওরফে মিজান ও একই উপজেলার ভাউডাঙ্গা কালুরপাড়া গ্রামের মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে আব্দুল ওহাব। তবে আব্দুল ওয়াহাব পলাতক।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

আদালতের সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) ওয়াছ করণী লকেট জানান, গত ২০১৯ সালের ৬ নভেম্বর জেলা গোয়েন্দা পুলিশ সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাদাই সিলভার ডেল পার্কের সামনে অভিযান চালিয়ে আব্দুল ওয়াহাব ও মিজানকে আটক করে। ওই সময় তাদের কাছ থেকে দুটি বন্দুক ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। পরে তদন্তকালে আসামিদের জিজ্ঞাসাবাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনায় আব্দুল ওয়াহাবের বাড়িতে অভিযান চালিয়ে আরও ২৭টি পাইপ গান উদ্ধার করা হয়। তবে মামলা চলাকালে জামিনে বের হয়ে আত্মগোপনে রয়েছে আব্দুল ওয়াহাব।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।