গোলাম রাব্বানীর কাছ থেকে হুইল চেয়ার পেয়ে কেঁদে ফেললেন আমির হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৬ জানুয়ারি ২০২৩
হুইল চেয়ার পেয়ে আপ্লুত আমির হোসেন, ইনসেটে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী

আমির হোসেনের শেষ ইচ্ছা পূরণ করলেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী। টিম পজিটিভ বাংলাদেশের (টিপিবি) পক্ষ থেকে অসহায় আমির হোসেনকে তিনি একটি হুইল উপহার দেন।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে জাগো নিউজের সুনামগঞ্জ প্রতিনিধি লিপসন আহমেদের মাধ্যমে সেই হুইল চেয়ার পৌর শহরের উত্তর আরফিন নগরে আমির হোসেনের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আমির হোসেন। চেয়ারে বসতেই কেঁদে ফেলেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি জাগো নিউজকে বলেন, দীর্ঘ আট বছর পর একটি হুইল চেয়ার পেলাম। তাও ঢাকা থেকে গোলাম রাব্বানীর মতো একজন মানুষ আমাকে উপহার দিয়েছেন। এটি মরার আগে আমার সব থেকে সেরা উপহার। আল্লাহ গোলাম রাব্বানীকে যেন অনেক ওপরে তোলেন। আমি তার জন্য দোয়া করি।

অসহায় আমির হোসেনের স্ত্রী মদিনা বেগম জাগো নিউজকে বলেন, অনেকের দরজায় ঘুরেছি একটি হুইল চেয়ারের জন্য, কেউ দেয়নি। ঢাকা থেকে গোলাম রাব্বানী আজকে আমার স্বামীকে একটি হুইল চেয়ার দিয়েছেন। সত্যিই তিনি প্রমাণ করলেন, দেশে এখনো ভালো মানুষ আছেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী জাগো নিউজকে বলেন, অসহায় মানুষদের পাশে থাকতে পারলে আমার খুব ভালো লাগে। দেশের যেকোনো প্রান্তে কেউ অসহায় মানুষের পাশে থাকুক আর না থাকুক, আমি থাকব।

এর আগে গত ২১ জানুয়ারি ‘একজন মানুষও কি নেই আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে’ শিরোনামে জাগো নিউজে আমির হোসেনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সে প্রতিবেদন নজরে পড়লে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী তাকে সহায়তার জন্য এগিয়ে আসেন।

লিপসন আহমেদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।