যশোরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হয়েছে মধুমেলা।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ সময় তিনি বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত শুধু দেশের নয়, গোটা বাঙালির গর্ব।
বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ঊনবিংশ শতাব্দীর প্রথিতযশা বাঙালি কবি ও নাট্যকার মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম পুরোধা। বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করে তিনি বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেন।
যশোরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) হুসাইন শওকতের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন এমপি, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান মফিজ, যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।
মিলন রহমান/এএইচ/এএসএম