বাইক চুরি করে পালানোর চেষ্টা, প্রাণ গেলো পথেই
নীলফামারীতে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে হাসান গাটু ওরফে গাটু চোর (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার সালহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসান গাটু উপজেলার সোনারায় কাছারিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসান গাটু একজন পেশাদার চোর। তিনি বিভিন্ন সময় চুরির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানার ১৩টি মামলা বিচারাধীন আছে।
বুধবার সকালে একটি মোটরসাইকেল চুরি করে দ্রুত গতিতে পালানোর সময় অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জাগো নিউজকে বলেন, হাসান গাটু চোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি চুরির ছিল কি-না তদন্ত চলছে।
ওসি আরও বলেন, গাটু চোর কয়েকবার গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে আদালতে ১৩টি মামলা চলমান আছে।
রাজু আহম্মেদ/এসজে/এএসএম