পরিত্যক্ত বস্তায় মিললো ২ চিত্রা হরিণের চামড়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩
জব্দ করা হরিণের চামড়া

বরগুনার পাথরঘাটায় দুটি চিত্রা হরিণের চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়াত আবরার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সুস্থ হয়ে ফের ডানা মেলার অপেক্ষায় আহত বাজপাখি 

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১১টায় হরিণঘাটা খাল সংলগ্ন পশ্চিম চড়লাঠিমারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালান কোস্টগার্ডের সদস্যরা। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা তল্লাশি করে দুটি চিত্রা হরিণের চামড়া পাওয়া যায়।

শাফায়াত আবরার আরও বলেন, পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ হরিণের চামড়া পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: খুনি শামুকের কামড়ে মরতে পারে মানুষও 

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।