সাতক্ষীরায় সাদা পোশাকে সাংবাদিককে তুলে নেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩
সাংবাদিক রঘুনাথ খাঁ

সাতক্ষীরায় বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সাদা পোশাকে সাংবাদিক রঘুনাথ খাঁকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে আটকের বিষয়টি জানে না পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরা পৌর শহরের পিএন হাইস্কুল এলাকা থেকে তাকে গাড়িতে তুলে নেওয়া হয় বলে জানা গেছে। রঘুনাথ খাঁ দীপ্ত টিভি ও প্রজন্ম একাত্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

আরও পড়ুন: সাংবাদিক রোজিনার নথি চুরির মামলা তদন্ত করবে পিবিআই

রঘুনাথ খাঁকে বহনকারী মোটরসাইকেলচালক আব্দুল কুদ্দুস জানান, তিনি রঘুনাথকে বহন করে রিপোর্টের জন্য দেবহাটার খলিষাখালী এলাকায় গিয়েছিলেন। সেখানে রঘুনাথ মোবাইলে কিছু ছবিও তোলেন। ফিরে এসে তিনি বড়বাজারে বিভিন্ন পণ্য কেনেন। বাজার নিয়ে ফেরার পথে পিএন স্কুলের সামনে সাদা পোশাকে কয়েকজন তাদের গতিরোধ করেন। পরে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে গাড়ি তুলে নিয়ে যান তারা।

রঘুনাথের স্ত্রী সুপ্রিয়া রাণী খাঁ জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি। তবে কেউ তার খোঁজ দিতে পারছে না।’

আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

তিনি আরও বলেন, ‘গত শনিবার গভীর রাতে একদল লোক আমাদের কাটিয়াস্থ বাসায় এসে প্রথমে ডাকাডাকি করে। আমরা ভয়ে কোনো সাড়াশব্দ করিনি। এক পর্যায়ে তারা ইটপাটকেল ছুড়ে চলে যায়।

আটকের বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জেহাদ ফখরুল আলম খান জাগো নিউজকে বলেন, ‘সাংবাদিক রঘুনাথ খাঁকে আটকের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নাই।’

আরও পড়ুন: অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে

আহসানুর রহমান রাজীব/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।