মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং: ৮০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩

শরীয়তপুরের গোসাইরহাটে গুঁড়া মসলায় ক্ষতিকর রং মেশানোর অভিযোগে এক মিল মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২০০ কেজি পচা মরিচ ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার দাসের জঙ্গল বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী এ ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন।

সুজন কাজী বলেন, গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারে মেসার্স আহমদিয়া রাইচ মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০ কেজি পচা মরিচ ও ৫০০ গ্রাম গুঁড়া রং (লাল ও হলুদ) উদ্ধার করি। তাই নিম্নমানের উপকরণ ব্যবহার ও মসলায় ক্ষতিকর রং ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা মালামাল ধ্বংস করা হয়। খাদ্যে ভেজাল প্রতিরোধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয়ের প্রতিনিধি ও শরীয়তপুর জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।