র‍্যাবের সঙ্গে গোলাগুলি, ‘জামাতুল আনসারের’ সামরিকপ্রধান আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৩ জানুয়ারি ২০২৩

কক্সবাজারের কুতুপালংয়ে জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব। সোমবার (২৩ জানুয়ারি) ভোরে গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সংগঠনের শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশার।

আরও পড়ুন: র‌্যাবের সঙ্গে 'গোলাগুলিতে' ৩ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতারা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করছেন এমন তথ্য পেয়ে সেখানে অভিযানে যায় র‍্যাব। ভোরে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুঁড়ে। এসময় র‍্যাবও পাল্টাগুলি ছুঁড়ে। কিছুসময় গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদসহ দুই জঙ্গিকে আটক করা হয়।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।