দীঘিনালায় শীতার্তদের কম্বল দিলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২২ জানুয়ারি ২০২৩

খাগড়াছড়ির দীঘিনালায় তিন শতাধিক শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন।

রোববার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে দীঘিনালার উদাল বাগান উচ্চ বিদ্যালয় মাঠে উপকারভোগীদের মধ্যে কম্বল বিতরণ করেন দীঘিনালা জোনের অধিনায়ক লে. কর্নেল রুমন পারভেজ।

দীঘিনালায় শীতার্তদের কম্বল দিলো সেনাবাহিনী

এসময় দীঘিনালা জোনের ক্যাপ্টেন হাসনাইন আলভী, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা ও স্থানীয় কারবারিরা উপস্থিত ছিলেন।

দীঘিনালায় শীতার্তদের কম্বল দিলো সেনাবাহিনী

সেনাবাহিনী সবসময়ই পাহাড়ি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে মন্তব্য করে দীঘিনালা জোনের অধিনায়ক রুমন পারভেজ বলেন, তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও জনকল্যাণমুখী কাজের এ ধারা অব্যাহত থাকবে।

দীঘিনালায় শীতার্তদের কম্বল দিলো সেনাবাহিনী

শীতবস্ত্র পেয়ে বানছড়া এলাকার ফুলরানী চাকমা (৭৫) বলেন, এ বছর বেশি শীত পড়ছে। রাত কাটানো কষ্ট হচ্ছিল। সেনাবাহিনীর কম্বলে আমাদের মতো গরিবদের শীত নিবারণ হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।