মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে হাঁটছিলেন যুবক, কাটা পড়লেন ট্রেনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২১ জানুয়ারি ২০২৩

সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে হযরত আলী তুহিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের শহীদ এম মনসুর আলী স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন রংপুর সদর উপজেলার মৃত আলা উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেফতার

কামারখন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

আরও পড়ুন: প্রচণ্ড ঝাঁকি দিয়ে ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর চললো বরেন্দ্র ট্রেন

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এম এ মালেক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।