সীমান্তে এক পক্ষের মাদক আরেক পক্ষ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২১ জানুয়ারি ২০২৩
বিজিবির হাতে মাদকসহ আটক চোরাকারবারিরা

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় সীমান্তে চোরাকারবারি দুপক্ষের মারামারি ঘটনা ঘটেছে। এ সময় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (২১ জানুয়ারি) ভোরে মাদকসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জয়নগর গ্রামের ইজাজুলের ছেলে জিয়ারুল (২১), মৃত আলামিন শেখের ছেলে হাসমত আলী (৩৫), দিল মোহাম্মদের ছেলে মাহবুব (২৬), আইয়ুব আলীর ছেলে লাল্টু শেখ (৩৬) ও আজল আলীর ছেলে মিনারুল (২৩)।

আরও পড়ুন: নাটোরে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গা ৬-বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, দর্শনা সীমান্তে জয়নগর ন্যারা বটতলা এলাকায় চোরাকারবারি দুপক্ষের মারামারি ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় ৯২ বোতল ফেনসিডিল, পাঁচটি মোবাইলসহ পাঁচজনকে আটক করা হয়।

ইশতিয়াক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়ারুল জানান তারা মাদক চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় উপস্থিত হন। সুলতানপুরের চোরাকারবারি পলাশ তাদের মালামাল ছিনিয়ে নিতে চাইলে দুপক্ষে মারামারি শুরু হয়। পলাশ গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মিনারুল এবং আরিফ আহত হন। এদের একজনকে ঘটনাস্থলে পাওয়া গেলেও অপরজন পালিয়ে যান। মিনারুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আটকদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। দর্শনা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: মাজারপূজারি সেজেও লাভ হলো না আব্দুর রউফের

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।