বিপন্ন প্রজাতির ভালুক শাবক উদ্ধার, পাচারকারী গ্রেফতার
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুটি বিপন্ন প্রজাতির ভালুক শাবক উদ্ধার করে পাচারকারী দীপক দাসকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দিগর পানখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বিষয়টি জানান।
তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখার একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই ভালুক শাবকসহ পাচার চক্রের সদস্য দীপক দাসকে গ্রেফতার করে।
পুলিশ সুপার বলেন, প্রতিবেশী মিয়ানমার থেকে বান্দরবান সীমান্ত দিয়ে ১৪ দিন আগে চোরাইপথে শাবক দুটি নিয়ে আসা হয়। পরে আন্তর্জাতিক বাজারে অধিক মুনাফায় বিক্রির জন্য পাশের আরেকটি দেশে পাচারের জন্য অপেক্ষা করা হচ্ছিল। এরইমধ্যে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ভারত থেকে প্রাপ্ত তথ্যের একটি সূত্রের ভিত্তিতে দীর্ঘদিন পর বন্যপ্রাণী পাচারচক্রের এই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে পাশের দেশে আমদানি বা রপ্তানি নিষিদ্ধ বন্যপ্রাণী পাচার চক্রের সঙ্গে জড়িত। এর আগেও সে দুটি ভালুক ও ছয়টি লজ্জাবতী বানর পাচার করেছে।
দীপক দাসের বিরুদ্ধে কক্সবাজারের চকরিয়া থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এসপি মাহফুজুল ইসলাম।
বাংলাদেশে কালো ভালুক মহাবিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত এবং দেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল-১ অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত।
সায়ীদ আলমগীর/এমআরআর/জেআইএম