ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলের পৌর কাউন্সিলর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২ এএম, ২০ জানুয়ারি ২০২৩

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আবু তালেবকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বেলতলী এলাকা থেকে তাকে থেকে গ্রেফতার করা হয়। আবু তালেব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীদের করা মামলায় কাউন্সিলর আবু তালেবসহ লিমন নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ শাহা বাচ্চু ১৮ জানুয়ারি রাতে আবু তালেবসহ দেড় শতাধিক অজ্ঞাত নাম ব্যাক্তিকে আসামি করে মামলা করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে কুপিয়ে জখম

তিনি আরও বলেন, ১৮ জানুয়ারি সন্ধ্যায় আবু তালেবের নেতৃত্বে শহরে এক ঝটিকা মিছিল বের হয়। মিছিলে সাম্প্রদায়িক বিভিন্ন উস্কানিমূলক শ্লোগান দেওয়ায় শহরে টান টান উত্তেজনা বিরাজ করে। ঝটিকা মিছিলে ব্যবসায়ীদের অকথ্য ভাষায় গালাগালসহ নানা স্লোগান দেন তারা। পরে ব্যবসায়ীরা ওই কাউন্সিলরের বিরুদ্ধে, মারধর ও ভয়ভীতি সৃষ্টি করার অভিযোগ এনে রাতেই মামলা করেন।

 

তানভীর হাসান তানু/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।