সাতক্ষীরায় বিজয় মেলার নামে চলছে লটারি-অশ্লীল নাচ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:১৯ এএম, ১৯ জানুয়ারি ২০২৩

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শহীদ সামাদ স্মৃতি ময়দানে বিজয় মেলার নামে চলছে জমজমাট লটারি নামক জুয়া। প্রতিদিন সকাল থেকে মেলা চত্বরে উচ্চস্বরে মাইকের শব্দে পুরো এলাকা প্রকম্পিত করে নানা চটকদার বিজ্ঞাপন দিয়ে চলছে লটারি বিক্রি।

এছাড়া অভিযোগ উঠেছে মেলায় সার্কাসের নামে অশ্লীল নাচ পরিবেশনের। বুধবার (১৮ জানুয়ারি) রাতেও সার্কাসের নাইট শোতে মঞ্চে নাচানো হয়েছে নারীদের। এসে পরিবার নিয়ে সার্কাস দেখতে এসে অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

আরও পড়ুন: সুনামগঞ্জে মেলায় চলছে ‘অশ্লীল নাচ-গান’

মাঠের পাশে অবস্থিত সরকার অনুমোদিত ডা. হযরত আলী ক্লিনিক। ওই ক্লিনিকে বর্তমানে দুই/তিনজন সিজারিয়ানসহ বিভিন্ন রোগী ভর্তি আছেন। ক্লিনিকের দেওয়াল ঘেঁষে কীভাবে দিনরাত উচ্চস্বরে মাইক বাজিয়ে মেলা চলতে পারে সেটি নিয়ে হতবাক স্থানীয়রা।

সাতক্ষীরায় বিজয় মেলার নামে চলছে লটারি-অশ্লীল নাচ

বুধবার রাতে সরেজমিন দেখা যায়, পুরো মাঠে হাজার হাজার মানুষ। সার্কাস প্যান্ডেলের মধ্যে কোনো চেয়ার খালি নেই। শত শত মানুষ চারদিকে ঘিরে আছেন। মঞ্চের মধ্যে চলছে অশ্লীল নাচ। যার কারণে পরিবার নিয়ে সার্কাস দেখতে আসা অনেকেই পড়েন বিপাকে।

মাঠের আরেক পাশে চলছে লটারি নামক জুয়া। প্রতিদিন রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে চটকদার শিরোনামে প্রচারিত হচ্ছে লটারির বিজ্ঞাপন।

সাতক্ষীরায় বিজয় মেলার নামে চলছে লটারি-অশ্লীল নাচ

আরও পড়ুন: মেলার নামে অশ্লীল নাচ, মঞ্চ ভেঙে দিলো পুলিশ

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, সার্কাসের নামে অশ্লীল নাচ আর লটারি নামক জুয়া বন্ধ হোক। দিনদিন এলাকার যুবসমাজ বিপথে চলে যাচ্ছে। লটারি-জুয়ার কারণে এলাকায় চুরিসহ বিভিন্ন অপকর্ম বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম জাগো নিউজকে বলেন, আমি এটার সম্পূর্ণ বিরোধী। আমার এলাকার যেসব মানুষ দিনমজুর তারা প্রতিদিন ২০০/৩০০ টাকা দিয়ে মোটরসাইকেলের নেশায় পড়ে টিকিট কিনছে। যার কারণে পারিবারিকভাবে তাদের সংসারে অশান্তি বাঁধছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতিদ্রুত এটি যেন বন্ধ হয়।

সাতক্ষীরায় বিজয় মেলার নামে চলছে লটারি-অশ্লীল নাচ

তিনি আরও বলেন, কিছু স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতার সমর্থন এটি চলছে। আমাদের নাকের ডগায় বসে সাধারণ মানুষের রক্ত চুষে যারা খাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুন: শহীদ মিনারের বেদিতে হিন্দি গানে অশ্লীল নৃত্য!

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা সুলতানা বুশরা জাগো নিউজকে বলেন, বিজয় মেলার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে সার্কাসের নামে অশ্লীল নাচের বিষয়টি আমার জানা নেই। তবে লটারির বিষয়টি জানার পর বন্ধ করে দেওয়া হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।