নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে হামিদুল্লাহ (২৭) নামের একজন নিহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায় রোহিঙ্গা ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদী দুটি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, হামিদুল্লাহ (২৭) ও মহিবুল্লাহ (২৫) নামের দুজনকে উখিয়ার এমএসএফ হাসপাতালে আনা হলে চিকিৎসক হামিদুল্লাহকে মৃত ঘোষণা করেন। মহিবুল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রোহিঙ্গার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাকি দুইজন চিকিৎসাধীন।

আরও পড়ুন: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি

এদিকে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তবে তিনি নিহতদের পরিচয় জানাতে পারেন নি।

ঘুমধুম ইউনিয়নের সদস্য (মেম্বার) মো. ভুট্টো জানান, সকালে নোম্যান্সল্যান্ড এলাকা থেকে গোলাগুলির আওয়াজ শোনা গেছে। তবে হতাহতের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন: সীমান্তে গোলাগুলি চলছেই, অনুপ্রবেশের অপেক্ষায় রোহিঙ্গারা

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা জানান, নোম্যান্সল্যান্ড এলাকায় আরএসও ও আরসার মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হন বলে খবর শুনেছি।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।