কৃষকের খড়ের গাদায় আগুন দিলো কে?
ফেনীর সোনাগাজী উপজেলায় ছিদ্দিক মিয়া নামের এক কৃষকের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে এ ঘটনা ঘটে। এতে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ছিদ্দিক মিয়ার।
আরও পড়ুন: ‘গরিবের ডাক্তার’ খুরশিদ আলম
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে গরু পালন করে আসছি। বিভিন্ন জায়গায় থেকে গরুর জন্য ১ লাখ টাকার খড় কিনেছি। মঙ্গলবার ওই খড় দিয়ে একটি গাদা তৈরি করি। ওই রাতে দুর্বৃত্তরা আমার খড়ের গাদায় আগুন দিয়েছে। সব খড় পুড়ে গেছে। গত বছরও দুটি খড়ের গাদায় আগুন দিয়েছিল দৃর্বৃত্তরা। কে বা কারা করছে এসব কিছুই বুঝতে পারছি না।’
স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, এটি দুঃখজনক ঘটনা। এভাবে গো-খাদ্য পুড়িয়ে ফেলা কোন মানুষের কাজ নয়।
আরও পড়ুন: ২ টাকায় শীতের পিঠা, যত খুশি তত খাও
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দাইয়ান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস