বরিশালের বঙ্গবন্ধু কলোনিতে আগুনে পুড়লো ৪ ঘর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩
আগুনে পুড়ে যায় চারটি ঘর

বরিশাল নগরীর চাঁদমারি মাদরাসা সংলগ্ন বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে এলাকার চারটি ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: নামাজি আর পূজারি একই দরবারের অনুসারী

স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু কলোনির নূরু জমাদ্দারের ঘরে আগুন লাগে। একে একে মজিবর হাওলাদার, বজলু মিস্ত্রি ও খলিল হাওলাদারের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

jagonews24

নূরু জমাদ্দারের স্ত্রী হাসিনা বেগম বলেন, কেউ শত্রুতা করে আগুন দিয়েছে। আমার ঘরের সব মালামাল ও ৩০ জোড়া কবুতর পুরে গেছে।

আরও পড়ুন: তছনছ সাংবাদিক মাসুদ রানার সাজানো সংসার

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সময় সাপেক্ষে তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।