স্বামী প্রবাস থেকে ফেরার দুদিন পর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩

নওগাঁর মহাদেবপুর উপজেলায় স্বামী প্রবাস থেকে ফেরার দুদিন পর শান্তনা পারভীন (৩২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী প্রবাসী চঞ্চল হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: আসন ১২০, প্রধান শিক্ষক ভর্তি করালেন ১৫১ জনকে

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা দক্ষিণপাড়া গ্রামের ওসমান গণির ছেলে চঞ্চল হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এ সময় তার স্ত্রী শান্তনা পারভীন একমাত্র সন্তান সুমাইয়া আক্তারকে (১৩) নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। শনিবার চঞ্চল হোসেন বিদেশ থেকে নিজ বাড়ি আসেন।

মঙ্গলবার ভোরে চঞ্চল হোসেন ও তার পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। গৃহবধূর মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুন: গুদামে চাল দিয়ে লোকসানে চালকল মালিকরা

তবে চঞ্চল হোসেনের দাবি, ‘সোমবার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে জেগে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় আমার স্ত্রী ঝুলে আছে। তবে কী কারণে এমনটা করেছে জানি না।’

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জাগো নিউজকে বলেন, দুপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। তার স্বামী চঞ্চল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

আব্বাস আলী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।