রাজশাহীতে ভেজাল গুড় জব্দ, ৪ ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৭ জানুয়ারি ২০২৩

রাজশাহীতে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব।

সোমবার (১৬ জানুয়ারি) রাজশাহী জেলার বাঘা থানার আটঘরি মনিগ্রাম গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব গুড় ও সরঞ্জাম জব্দ করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে চার গুড় প্রস্তুতকারীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তারা হলেন- বাঘা উপজেলার আটঘরি মনিগ্রাম এলাকার মৃত খেজের উদ্দীন প্রামাণিকের ছেলে মো. এনামুল হক (৩৫), মো. রেজাউল করিম (৩২), একই এলাকার মৃত ছোবাহান প্রামাণিকের ছেলে মো. রকছেদ আলী (৪৫) ও মৃত খেজের উদ্দীন প্রামাণিকের ছেলে মো. কুদ্দুস আলী (৪০)।

jagonews24

আরও পড়ুন: ৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সোমবার রাতে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বাঘা থানার আটঘরি মনিগ্রামে অভিযান চালায়। এসময় গুড় ব্যবসায়ী লোক চক্ষুর আড়ালে নিজ বসতবাড়িতে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশ্রিত করে ভেজাল গুড় তৈরি দেখতে পায়।

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ করে মালিকদের ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সাখাওয়াত হোসেন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।