৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:১০ এএম, ১৭ জানুয়ারি ২০২৩

মানবতাবিরোধী অপরাধ (যুদ্ধাপরাধ) মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল হুদাকে (৭২) বগুড়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-২ ও র‍্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে বগুড়া শহরের মালগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে। নাজমুল হুদা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের মৃত রইচ উদ্দিন সরকারের ছেলে।

আরও পড়ুন: বাইসাইকেল ছিনিয়ে নিয়ে স্কুলছাত্রকে হত্যা, ৫ কিশোর আটক - 

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা হয়। এরপর বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বগুড়ায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, মুক্তিযুদ্ধকালীন তিনি জামায়াতের সক্রিয় সদস্য হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিলেন। সোমবার রাতেই তাকে বগুড়া থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।