বিয়ের ৮ মাস পর গলায় ফাঁস নিলেন গৃহবধূ
বগুড়ার শাজাহানপুরে সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে সুরভী বেগম (১৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সুরভী বেগম উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের ইলেক্ট্রিশিয়ান নুর নবীর স্ত্রী।
সুরভী বেগমের শ্বশুর আব্দুর রশিদ জানান, ৮ মাস আগে শেরপুর উপজেলার কানুপুর গ্রামের শামীম হোসেনের মেয়ে সুরভী আকতারের সঙ্গে তার ছেলের বিয়ে হয়। রোববার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি স্থানীয় বাজার থেকে বাড়িতে এসে এশার নামাজ আদায় করে ঘরে শুয়ে পড়েন। এসময় তার ছেলে নুর নবী বাইরে থেকে বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে খাবার খায়।
আরও পড়ুন: বাবার সঙ্গে অভিমানে তরুণের আত্মহত্যা চেষ্টা, ৯৯৯-এ ফোনে উদ্ধার
খাবার খেয়ে চা পান করার জন্য ছেলে নুর নবী আবার বাজারে যান। রাত ১০টার দিকে বাড়ি এসে তাদের শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে দরজা ভেঙে ফেলা হয়। ভেতরে ঢুকে সুরভী বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়।
শ্বশুর আব্দুর রশিদ আরও জানান, তার ছেলে বউ প্রচণ্ড রাগী ও জেদি স্বভাবের ছিলেন। তার চাহিদাও বেশি ছিল। প্রায়ই তিনি তার স্বামীর সঙ্গে ঝগড়া করতেন।
এ বিষয়ে সুরভী বেগমের বাবা শামীম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এসআর/এমএস