আটক জঙ্গিদের সন্ধান দেওয়া কবর খুঁড়ে মেলেনি মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩
কবর খুঁড়েও মরদেহের কোনো সন্ধান মেলেনি

বান্দরবানের রুমা উপজেলায় আটক জঙ্গিদের দেখানো কবর খুঁড়েও কোনো মরদেহের সন্ধান মেলেনি। তবে কবরের পাশ থেকে মাথার একটি ব্যান্ড ও কাপড় পাওয়া যায়, যা দেখে কুমিল্লায় নিখোঁজ হওয়া আমিনুল ইসলাম আলামিনের বলে শনাক্ত করেছেন তার বাবা নুরুল ইসলাম।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুর্গম লুয়ংমুয়াল পাড়া এলাকার পাহাড়ে সন্ধান পাওয়া কবরটি খোঁড়া হয়।

আরও পড়ুন: বান্দরবানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ সদস্য আটক

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আদালতের নির্দেশে আটক ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ সদস্যদের দেখানো কবরটি খুঁড়ে মরদেহ পাওয়া যায়নি। তবে কিছু কাপড় পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ১১ জানুয়ারি জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পাঁচ সদস্যকে বান্দরবানের রোয়াংছড়ি ও থানচি এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। তাদের জিজ্ঞাসাবাদে কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া আমিনুল ইসলাম আলামিনের কবরের সন্ধান জানান আটক সদস্যরা। এমন তথ্যের ভিত্তিতে রোববার ইউএনও, নিখোঁজ আলামিনের বাবা, পুলিশ ও র‌্যাবের একটি দল দুই জঙ্গিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন: বান্দরবানে পাহাড়ে মিললো জঙ্গি সদস্যের কবর

তবে জঙ্গিদের দেখানো কবরটি খুঁড়ে মরদেহ পাওয়া যায়নি। কবরের পাশে মাথার একটি ব্যান্ড ও কাপড় দেখে তা আলামিনের বলে শনাক্ত করেন বাবা নুরুল ইসলাম।

নুরুল ইসলাম বলেন, ‘পরিবারের বাধ্য সন্তান ছিল আলামিন। নিয়মিত নামাজ আদায় করতো। কীভাবে জঙ্গিবাদে জড়িয়ে ছেলেকে এ জঙ্গলে নিয়ে এসেছে বুঝতে পারছি না। ছেলেকে হারানোর বুকফাটা কান্না আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যারা আলামিনকে ভুল পথে নিয়ে আমার বুক খালি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে বলেন, জিজ্ঞাসাবাদে আটক জঙ্গিরা জানান, কুমিল্লা থেকে নিখোঁজ আমিনুল ইসলাম আলামিন জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছিল। ২৫ নভেম্বর প্রশিক্ষণরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যান তিনি। পরে তাকে দাফন করা হয়। এমন তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার অভিযানে যায় র‍্যাব। কিন্তু তাদের দেখানো কবর খুঁড়ে মরদেহ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নয়ন চক্রবর্তী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।