চাঁপাইনবাবগঞ্জ সব দিক থেকে পিছিয়ে কেন, প্রশ্ন মাহির
আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে উন্নয়ন হলেও সব দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ পিছিয়ে রয়েছে বলে মনে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জের এ পিছিয়ে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে রাজনীতির মাঠে নেমে নতুন করে আলোচনায় আসা এ অভিনেত্রী।
মাহিয়া মাহি বলেন, ‘কেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের ট্রেনগুলো বন্ধ? ভালো শিক্ষাব্যবস্থা কেন এ জেলায় থাকবে না? শিক্ষার জন্য আমার ভাই-বোনদের কেন রাজশাহীতে গিয়ে থাকতে হবে? জেলায় কেন উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থাকবে না? যোগাযোগ ব্যবস্থাও কেন এত খারাপ থাকবে? সব দিক দিয়েই আমরা কেন এত পিছিয়ে?’
রোববার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বংপুর স্কুলে সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব প্রশ্ন তোলেন।
মাহি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে ভালো চিকিৎসা পাওয়া যায় না। এজন্য আমাদের রাজশাহীতে যেতে হয়। অনেকে এ জেলায় চিকিৎসা না পেয়ে পাশের দেশ ভারতেও যান। কেন যেতে হবে? আমাদের চাহিদা পূরণের জন্য একজন স্মার্ট জনপ্রতিনিধি দরকার। যিনি আমাদের এসব উন্নয়ন করতে পারবেন।’
আরও পড়ুন: আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না মাহিয়া মাহি
জেলার যোগাযোগ ব্যবস্থার চিত্র তুলে ধরে এ চিত্রনায়িকা বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নের দেশে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে চার ঘণ্টায় আসা যায়। যেখানে আগে লাগতো ১০ ঘণ্টা। কিন্তু জেলার এক স্থান থেকে অন্য স্থানে যেতে সময় লাগে অনেক। শুধু রাস্তার কারণে। কেন আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে না? আমাদের এ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে একজন জনপ্রতিনিধি দরকার। তিনি প্রধানমন্ত্রীর কাছে থেকে এ ধরনের উন্নয়নমূলক কাজগুলো নিয়ে আসতে পারেন।’
আরও পড়ুন>> নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি
তার শ্বশুরের জন্য দোয়া চেয়ে মাহিয়া মাহি বলেন, ‘আপনারা আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আর নৌকায় ভোট দেবেন।’
এসময় চিত্রনায়িকা মাহির স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় নেতা রাকিব সরকার উপস্থিত ছিলেন।
সোহান মাহমুদ/এএএইচ