ঈশ্বরদীতে ৩ ভাটামালিককে দেড় লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

পাবনার ঈশ্বরদীতে পরিবেশ দূষণ করে অবৈধ ইটভাটা পরিচালনার অপরাধে তিন ভাটামালিককে দেড় লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার লক্ষ্মীকুন্ডার এলাকার তিন ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির।

ঈশ্বরদীতে ৩ ভাটামালিককে দেড় লাখ টাকা জরিমানা

তিনি জানান, ইটভাটার মাধ্যমে পরিবেশ দূষণ ও কাঠ পোড়ানোর অপরাধে মেসার্স এমআরবি ব্রিকস, মেসার্স কেএসএম ব্রিকস এবং মেসার্স এমবি ব্রিকস নামের তিন ভাটামালিককে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শেখ মহসীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।