ঈশ্বরদীতে ৩ ভাটামালিককে দেড় লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

পাবনার ঈশ্বরদীতে পরিবেশ দূষণ করে অবৈধ ইটভাটা পরিচালনার অপরাধে তিন ভাটামালিককে দেড় লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার লক্ষ্মীকুন্ডার এলাকার তিন ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির।

বিজ্ঞাপন

ঈশ্বরদীতে ৩ ভাটামালিককে দেড় লাখ টাকা জরিমানা

তিনি জানান, ইটভাটার মাধ্যমে পরিবেশ দূষণ ও কাঠ পোড়ানোর অপরাধে মেসার্স এমআরবি ব্রিকস, মেসার্স কেএসএম ব্রিকস এবং মেসার্স এমবি ব্রিকস নামের তিন ভাটামালিককে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শেখ মহসীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।