মঙ্গলবারের মধ্যে ইজতেমা ময়দান ত্যাগ করবেন জোবায়েরপন্থিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার (১৫ জানুয়ারি) সমাপ্ত হয়েছে। এ পর্বে যোগ দেন মাওলানা জোবায়েরের অনুসারী মুসল্লিরা। আখেরি মোনাজাতের পরপরই ইজতেমা ময়দানের সব মুসল্লিরা ময়দান ত্যাগ করতে শুরু করেছেন।

তবে ইজতেমার আয়োজনের সঙ্গে যারা সরাসরি জড়িত তারা ইজতেমার প্রথম পর্বে ব্যবহৃত সব মালামাল জেলা প্রশাসন ও পুলিশকে বুঝিয়ে দিয়ে মঙ্গলবার বেলা ১১টার মধ্যে ইজতেমা ময়দান ত্যাগ করবেন। এরপর ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের (সা’দপন্থিদের) ইজতেমা শুরু হবে। তখন মাঠ প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সা’দপন্থি মুরুব্বিদের বুঝিয়ে দেওয়া হবে।

এ ব্যাপারে রোববার আখেরি মোনাজাত শুরুর আগে বিশ্ব ইজতেমার পুলিশ কন্ট্রোলরুমের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, এর আগে ইজতেমা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ বিশ্ব ইজতেমার উভয় পক্ষের মুরুব্বিদের মধ্যে এই সিন্ধান্ত হয়েছে। সিন্ধান্ত অনুযায়ী আগামী মঙ্গলবার বেলা ১১টার মধ্যে প্রথম পর্বের ইজতেমায় আয়োজকরা আমাদের কাছে ঠিকঠাক মতো মাঠ বুঝিয়ে দিয়ে চলে যাবেন। পরে আমরা দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে মাঠ বুঝিয়ে দেব।

তিনি আরও বলেন, ২০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা এবং তা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। প্রথম পর্বের মতো শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করতে দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, ইজতেমায় জরুরি পরিচ্ছন্নতা সেবা প্রদানের জন্য গাজীপুর সিটি করপোরেশনের সার্বক্ষণিক গার্বেজ ট্রাকসহ প্রায় ৬০০ পরিচ্ছন্নকর্মী মোতায়েন করা হয়েছে। ইজতেমা ময়দানের দক্ষিণ পাশে তুরাগ নদীর তীরে বর্জ্য ফেলার জন্য অস্থায়ীভাবে ডাম্পিং পয়েন্ট তৈরি করা হয়েছে। প্রথম পর্বের মুসল্লিরা মাঠ ত্যাগের পর থেকেই পরিচ্ছন্নতাকর্মীরা তাদের কাজ শুরু করবেন।

সা’দপন্থি তাবলিগ শূরা সদস্য মাওলানা ওয়াসিফুল ইসলাম জানান, বুধবার থেকে আমাদের তাবলিগ সাথীরা মাঠে জমায়েত হতে শুরু করবেন। মঙ্গলবার আমাদের কাছে ইজতেমা মাঠ বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। মাঠ বুঝে পেলে আমরা পুরো মাঠ গুছিয়ে নেব ইনশাল্লাহ।

আমিনুল ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।