স্বামীর মৃত্যুর ৫ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

নীলফামারী ডোমারে স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর মৃত্যু হয়েছে স্ত্রীরও।

রোববার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার চিকনমাটি সাহা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৭টায় হাওয়া বেগমের স্বামী ব্যবসায়ী শাহিদ আলী প্রামানিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহিদ আলী প্রামানিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান। পরে স্বজন ও প্রতিবেশীরা তার জানাজার জন্য মরদেহের গোসল করানোর সময় স্ত্রী হাওয়া বেগম কান্নাকাটি করা অবস্থায় শ্বাসকষ্ট দেখা দেয়। স্বজনরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মৃত শাহিদ আলী প্রামানিকের বড় জামাই দুলাল হোসেন। তিনি বলেন, সকাল ৭টায় আমার শ্বশুর শাহিদ আলী ও দুপুর ১২টায় শাশুড়ি হাওয়া বেগমের মৃত্যু হয়েছে। বাদ আছর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুজনের জানাজা শেষে দাফন করা হবে।

এ বিষয়ে ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। একইসঙ্গে এভাবে দুজনের মৃত্যু মোটেও কাম্য নয়।

রাজু আহম্মেদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।