ইজতেমায় ইন্টারনেটে ধীরগতি, মোবাইলে কল ড্রপ
তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার শুরু হয়েছে। দেশ-বিদেশের লাখও মুসল্লির আগমনে মুখরিত ইজতেমার ময়দান ও চারপাশ।
ইজতেমায় আগত মুসল্লিরা শুক্রবার থেকেই মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে পড়েছে। সংযোগ না পাওয়া, কল ড্রপসহ ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে। এতে মোবাইলে যোগাযোগ অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইজতেমায় আগত মুসল্লি ও সাধারণ মানুষ।
শনিবার (১৪ জানুয়ারি) ইজতেমায় আগত মুসল্লি ও টঙ্গীর বাসিন্দাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
টঙ্গীর মধুমিতা এলাকার ইকবাল হোসেন বলেন, ইজতেমা শুরুর পর থেকেই মোবাইলে কল ড্রপ, ইন্টারনেটে ধীরগতি রয়েছে। মাঠে গেলে তা প্রকট আকার ধারণ করে। মোবাইলে যোগাযোগ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ ভোগান্তি টঙ্গী এলাকার বাসিন্দাদেরও।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন শতাধিক বিয়ে
নেত্রকোনা থেকে আসা মুসল্লি ইব্রাহিম বলেন, রাস্তার পাশে মোবাইলে কিছুটা নেটওয়ার্ক পায়। তবে মাঠের অবস্থা খুবই খারাপ। আমাদের জামাত থেকে সকালে বাজার করতে গিয়েছে, একটি আইটেমের কথা বলতে ভুলে গিয়েছিলাম। সেটা জানাতে মোবাইলে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি।
গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানেও সমস্যার কথা জানিয়ে খিত্তায় ডিউটিরত এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার সর্তে বলেন, খিত্তার অবস্থা মুহূর্তে মুহূর্তের খবর কন্ট্রোল রুমে জানানোর নির্দেশনা রয়েছে। আমরা মাঠে মোটেও নেটওয়ার্ক পাচ্ছি না। ইন্টারন্টেও চলে না। ফলে বয়ানের তথ্য, মুসল্লিদের অসুস্থতাসহ বিভিন্ন তথ্য সঠিক সময়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: ইজতেমায় তিনদিনে সাত মুসল্লির মৃত্যু
ইজতেমায় দায়িত্বশীল মুরুব্বিরা বলছেন, লাখও মানুষ পাশাপাশি অবস্থান করায় এবং মাঠের আশপাশের তুলনামূলক টাওয়ার না থাকায় এ সমস্যা হচ্ছে। গুরুত্ব বিবেচনায় ইজতেমায় ময়দানসহ আশপাশে কোম্পানীর অস্থায়ী কিছু টাওয়ার নির্মাণের প্রয়োজন ছিল।
মো. আমিনুল ইসলাম/এএইচ/জেআইএম