পদ বাণিজ্যের অভিযোগে ছাত্রলীগ নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

পদ বাণিজ্যের অভিযোগে বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারকে কারণ দর্শনোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব শাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় স্বাক্ষরিত নোটিশে জাকারিয়া খন্দকারকে দেওয়া হয়। তিন কার্যদিবসের মধ্যে জবাব না পেলে জাকারিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী নাইম ইসলাম। প্রায় দুইবছর আগে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ঘোষণা করা হয়। ওই সময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হন নাইম ইসলাম। তাকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে বসানোর প্রতিশ্রুতি দিয়ে ৪৫ হাজার টাকা নেন জাকারিয়া খন্দকার। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়নি।

নাইম ইসলাম বলেন, ইউনিয়ন ছাত্রলীগের পদ দেওয়ার কথা বলে জাকারিয়া খন্দকার ৪৫ হাজার টাকা নিয়েছেন। বাবার জমি বন্ধক রেখে তাকে টাকা দিয়েছি। কিন্তু কমিটি ঘোষণা করা হচ্ছে না। জাকারিয়া আমার কাছে আরও ৪০ হাজার টাকা দাবি করছেন। আমার আর টাকা দেয়ার সামর্থ্য নেই। এ কারণে বাধ্য হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রায় দুই সপ্তাহ আগে বিষয়টি লিখিত আকারে জানিয়েছি।

ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ করেছে। কারণ দর্শনোর কোনো চিঠি পাইনি। তবে সামাজিক মাধ্যমে বিষয়টি জেনেছি। জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।