খাগড়াছড়িতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রোববার
খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। রোববার (১৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ অবরোধ।
পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে এ অবরোধের ডাক দেয় পার্বত্য শান্তি চুক্তি বিরোধী পাহাড়ের এ আঞ্চলিক সংগঠনটি।
আরও পড়ুন: খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের সড়ক অবরোধ
শনিবার (১৪ জানুয়ারি) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সব যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের আহ্বান জানিয়েছেন।
অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে ইউপিডিএফের সংগঠককে গুলি করে হত্যার অভিযোগ
১৬ থেকে ১৯ জানুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের অন্যান্য সদস্যদের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় সফর করার কথা রয়েছে।
মুজিবুর রহমান ভুঁইয়া/জেএস/এমএস