খাগড়াছড়িতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রোববার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। রোববার (১৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ অবরোধ।

পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে এ অবরোধের ডাক দেয় পার্বত্য শান্তি চুক্তি বিরোধী পাহাড়ের এ আঞ্চলিক সংগঠনটি।

আরও পড়ুন: খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের সড়ক অবরোধ

শনিবার (১৪ জানুয়ারি) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সব যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের আহ্বান জানিয়েছেন।

অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে ইউপিডিএফের সংগঠককে গুলি করে হত্যার অভিযোগ

১৬ থেকে ১৯ জানুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের অন্যান্য সদস্যদের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় সফর করার কথা রয়েছে।

মুজিবুর রহমান ভুঁইয়া/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।